সচেতনতা অধ্যয়ন - খণ্ড—৫ | PDF Copy
[] এই বইটি কেনো?
প্রত্যেকেই সুস্থ, সবল ও বুদ্ধিমান সন্তান পেতে চায়। সকলেই চায় তার সন্তান যেন সুন্দরভাবে বেড়ে ওঠে এবং সুপ্রতিষ্ঠিত হয়। কিন্তু এর জন্য প্রয়োজন একটি শক্ত ভিত ও সুপরিকল্পিত ব্যবস্থাপনা। সেইসাথে প্রয়োজন দৈনন্দিন সচেতনতা ও সতর্কতা। এই বৃহৎ সিলেবাসের কোনো একটি বিষয়ে সামান্য অজ্ঞতা কিংবা অসচেতনতা, অসতর্কতার ফলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা। তাই সন্তান জন্মদান এবং লালন-পালন বিষয়ে সবকিছু এ-টু-জেড খুঁটিনাটি জানা দরকার।
সেজন্য এই বইয়ে এ বিষয়ক প্রায় সবকিছুই যেমন— সুস্থ-সবল-বুদ্ধিমান সন্তান পাওয়ার পূর্বপ্রস্তুতি, গর্ভকালীন সচেতনতা, প্রসবকালীন সচেতনতা, নবজাতকের যত্ন ও পরিচর্যা, শিশুর রোগসমূহ ও সেসবের প্রতিকার-প্রতিরোধ, শিশুর খাদ্য নির্দেশনা, প্রসূতি মায়ের খাদ্য নির্দেশনা ও মাতৃ সচেতনতা, শিশুর দৈনন্দিন নিরাপত্তা, শিশুর সামাজিক নিরাপত্তা, শিশুর শিক্ষা ও মনস্তত্ব গঠন, শিশু অধিকার আইন, প্যারেন্টিং ইত্যাদি এমনকি শিশুর নামকরণ পর্যন্ত সবকিছু খুঁটিনাটি বিষয়াদি তুলে ধরা হয়েছে।
তাই সুস্থ, সবল ও বুদ্ধিমান সন্তান পেতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করার লক্ষ্যে কাজ করার যাবতীয় বিষয়াদি জানতে ও শিখতে এ বইটি পড়ুন।
— লেখক।
স্মার্ট ও অ্যাডভান্সড হোন, সচেতন ও সতর্ক থাকুন।
ধন্যবাদ |
Awareness Studies Program
Comments
Post a Comment