সচেতনতা অধ্যয়ন - খণ্ড—২ | PDF Copy
[] বইটি কেনো পড়বেন?
আমাদের জীবনে এমন অনেক দুর্ঘটনা ঘটে থাকে একটু সচেতন ও সতর্ক থাকলেই যেগুলো এড়ানো যেতো। এসব ঘটে থাকে মূলত আমাদের জ্ঞানের দৈন্য ও স্মার্টনেসের ঘাটতিজনিত কারণে। পাশাপাশি আমাদেরকে সাহসীও হতে হবে, এটাও স্মার্টনেসেরই অংশ। হঠাৎ বিপদে হতভম্ব ও দিশেহারা না হয়ে সাহসের সাথে সেসব মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। এজন্য প্রয়োজন সেই বিষয়ে পূর্বে থেকে থাকা জ্ঞান এবং সাহস, তাহলেই সেসব বিষয় তথা অপ্রত্যাশিত ঘটনাগুলো ওভারকাম করা সম্ভব হবে। আর এসব ওভারকাম করতে পারার এই দক্ষতাটাকে বলা হয় প্রত্যুৎপন্নমতিতা। মনেহয় বিষয়টা একটু খটমটে হয়ে গেলো; সহজ করে বলি— উপস্থিত বুদ্ধি আছে যায় তাকে এককথায় বলা হয় "প্রত্যুৎপন্নমতি"। আর, একজন মানুষ তখনই প্রত্যুৎপন্নমতি হয় যখন সে সেই বিষয়ে পূর্বে থেকেই জানে এবং চোখ, কান খোলা রাখে। তাই বর্তমান সময়ে ভালোভাবে টিকে থাকা ও নির্ঝঞ্ঝাট জীবন যাপনের জন্য আপনাদেরকে প্রত্যুৎপন্নমতি করে গড়ে তোলার জন্যই মূলত এই বইটি লেখার প্রয়াস। আমরা এই বইটিতে দৈনন্দিন চলাফেরার বিষয়ে প্রত্যুৎপন্নমতি হওয়ার জন্য যেসব বিষয়ে পূর্বজ্ঞান থাকা লাগে সেসব তুলে ধরার চেষ্টা করেছি। তাই বইটি পড়ুন ও চলাফেরার বিষয়ে নিজে সচেতন হোন ও অন্যদেরকেও সচেতন করুন। চোখ, কান খোলা রেখে চলাফেরা করুন এবং শঙ্কামুক্ত সুন্দর জীবন যাপন করুন।
— লেখক।
স্মার্ট ও অ্যাডভান্সড হোন, সচেতন ও সতর্ক থাকুন।
ধন্যবাদ |
Awareness Studies Program
Comments
Post a Comment