সচেতনতা অধ্যয়ন - খণ্ড—৩ | PDF Copy
সচেতনতা অধ্যয়ন - খণ্ড—৩ বইটির পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে–ক্লিক–করুন।
[] বইটি কেনো পড়বেন?
এই বইয়ে ভেজাল খাদ্য, নকল ওষুধ, ইউজলেস যন্ত্রপাতি ও যন্ত্রাংশ এবং সেবার গুণগতমানে ফাঁকিবাজি ও সেবার নামে ধোঁকাবাজি— এসব বিষয়ে সচেতনতামূলক বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে যাতে আপনারা সচেতন হতে এবং এসব থেকে বাঁচতে পারেন।
এই সময়ে আমাদের আরেকটি কমন সমস্যা হলো ফ্লপ ইনভেস্টমেন্ট তথা ভুল জায়গায় অর্থ বিনিয়োগ করা। আমরা না জেনে এমনকিছু ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে থাকি যা শুধু আমাদের না জেনে বিনিয়োগ করার কারণে সেই বিনিয়োগটা লসে যায়, আমরা একটু সচেতন হলে সেসব ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকতাম এবং আমাদের সময় ও অর্থ সেভ হতো যা আমরা উপযুক্ত ক্ষেত্রে বিনিয়োগ করে সুফল পেতাম ও সফল হতাম। সেরূপ কিছু মরীচিকাময় বিনিয়োগক্ষেত্রের বাস্তবতা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে।
সুতরাং বইটি পড়ুন, এটি আপনার জন্য ভেজাল পণ্য কেনা, মানহীন সেবা গ্রহণ এবং বোকামিপূর্ণ বিনিয়োগ করা থেকে বাঁচাতে সহায়ক হবে।
— লেখক।
স্মার্ট ও অ্যাডভান্সড হোন, সচেতন ও সতর্ক থাকুন।
ধন্যবাদ |
Awareness Studies Program
Comments
Post a Comment