যেসব বিষয় মেয়েদের জানা জরুরি | PDF Copy


যেসব বিষয় মেয়েদের জানা জরুরি বইটির পিডিএফ কপি ডাউনলোড করতে এখানে–ক্লিক–করুন

[] বইটি কেন গুরুত্বপূর্ণ?
এই সময়ে বিভিন্ন পরিবারেই মেয়েরা হঠাৎ করেই এমন কিছু ঘটাচ্ছে যাতে অভিভাবক ও পরিবারের লোকজনও বুঝে উঠতে পারছে না যে কীভাবে কী হলো? আমাদের মেয়ে তো এমন কিছু করার কথা নয়। আসলে এসব মেয়েরা ধূর্ত ছেলেদের দ্বারা ম্যানুপুলেটেড হয়ে এমনটা করছে। তারা আসলেই এমন কিছু করার কথা ছিল না; নারীলোভী কিছু ধূর্ত ছেলে তাদের মন ও মস্তিষ্ককে বশ করে ফেলছে। আর অনলাইনের এই সময়ে এটা সহজেই করা সম্ভব হচ্ছে। আপনি হয়তো জানেন না আপনার স্কুলপড়ুয়া ছোটবোন কিংবা কন্যা সন্তান এ বিষয়ে কত বড় ঝুঁকির মধ্যে আছে। তাদের অপরিণত মস্তিষ্ক কতটা অরক্ষিত ও সহজেই অন্যের দ্বারা ম্যানুপুলেটেড হতে পারে তা আপনি এ বিষয়ে পড়াশোনা না করা থাকলে ধারণাও করতে পারবেন না। তাই এ বিষয়ে অন্তত কিছুটা জানার জন্য হলেও এ বইটি পড়ুন এবং আপনার ছোটবোন ও কন্যা সন্তানের এই ঝুঁকি বিষয়ে সচেতন হয়ে সম্ভাব্য প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সচেষ্ট হোন। এই বইটির জ্ঞান উক্ত সমস্যা প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিনের মতো কাজ করবে।
তাই আপনার ছোটবোন ও কন্যা সন্তানের জন্য এ বইটি সংগ্রহ করুন, এরপর নিজে পড়ুন ও তাদেরকে পড়তে দিন। তারা পড়ছে কি না তা নিশ্চিত হতে তাদেরকে বইটি থেকে প্রশ্ন ধরুন। উত্তর দিতে পারলে তাকে কিছু উপহার দিন। এভাবে নিজের পরিবারের অল্পবয়সী মেয়েদেরকে অন্য কারও দ্বারা বশ হওয়া থেকে সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিন।
— লেখক।

স্মার্ট ও অ্যাডভান্সড হোন, সচেতন ও সতর্ক থাকুন।

ধন্যবাদ |
Awareness Studies Program

Comments

Popular posts from this blog

সচেতনতা অধ্যয়ন - খণ্ড—১ | PDF Copy

সচেতনতা অধ্যয়ন - খণ্ড—২ | PDF Copy

সচেতনতা অধ্যয়ন - খণ্ড—৩ | PDF Copy